
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।
সুমন বণিক জানান, ‘গত মাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। যে কারণে এলাকার যুবকরা রাতে পাহারা বসিয়েছিল। আজ (সোমবার) ভোর ৪টার দিকে বারবকুণ্ডের মান্দারিটোলা এলাকায় ডাকাত সন্দেহে ১০-১২ জনের একটি দলকে ধাওয়া করে স্থানীয়রা। এ সময় দলের একজন সদস্য স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’