ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে ৩০৩ বোতল ফেন্সিডিল সহ ০৬ কেজি গাঁজা উদ্ধার
Published : Thursday, 14 January, 2021 at 5:03 PM
বুড়িচং থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে ৩০৩ বোতল ফেন্সিডিল সহ ০৬ কেজি গাঁজা উদ্ধারকুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ১৩/০১/২০২১খ্রিঃ বুড়িচং থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক, পিপিএম এর নের্তৃত্বে এসআই(নিঃ)/সুজয় কুমার মজুমদার এএসআই/মোঃ ওয়াহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে বুড়িচং থানাধীন ০৪নং ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর সাকিনস্থ সোনার বাংলা কলেজের সামনে ব্রাহ্মণপাড়া টু কুমিল্লাগামী পাকা রাস্তার উপর হইতে ৩০৩ বোতল ফেন্সিডিল এবং ০৬(ছয়)কেজি গাঁজা সহ আসামী মোঃ সোহাগ মিয়া (২৪), পিতা- মোঃ মানিক মিয়া, মাতা- মোছাঃ সুমি আক্তার, গ্রাম-সাহেবাবাদ (ড্রাইভার বাড়ী) , থানা- ব্রাহ্মনপাড়া, কুমিল্লাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ বিষয়ে বুড়িচং থানার মামলা নং-২৫, তাং-১৪/০১/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৪(গ)/২৬/৩৮/৪১ রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।