ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরও কঠোর লকডাউন জার্মানিতে
Published : Monday, 11 January, 2021 at 5:32 PM
 আরও কঠোর লকডাউন জার্মানিতেজার্মানিতে লকডাউনের নিয়ম আরও কঠোর করা হয়েছে। আজ সোমবার থেকে এই কঠোরতা কার্যকর হয়েছে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি চালু থাকবে। পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এরই মধ্যে জার্মানিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ৪৩৪ জনে (সোমবার বিকাল ৫টা পর্যন্ত) দাঁড়িয়েছে। আর এই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ৩৫৩ জন হয়েছে। 

এমন অবস্থায় লকডাউনের মেয়াদ বাড়ানো সত্ত্বেও জার্মানির করোনা সংকটের দ্রুত অবসানের সম্ভাবনা দেখছেন না চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তবে টিকা কর্মসূচিতে গতি আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আঙ্গেলা ম্যার্কেল বলছেন, ‌আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে পারে। দৈনিক সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে কমা পর্যন্ত সংকট দূর হবার কোনো সম্ভাবনা দেখতে পারছেন না তিনি। কড়া সাবধানবাণী সত্ত্বেও বড়দিন ও নববর্ষ উৎসবের সময়ে অনেক মানুষ নিয়ম ভেঙে মেলামেশা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।