ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুঁজিবাজারে সূচক বেড়েছে
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলো।
রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৩৪ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন কিছুটা কমে এক হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ৭০৮ কোটি ১১ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, আর কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক শূন্য ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৩ দশমিক ৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭ দশমিক ১৯ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৮৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৩ শতাংশ বেশি।
সিএসইতে ৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ৭০ কোটি ৫৫ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।