| শিরোনাম: |
শীতকালীন প্রশিক্ষণ ২০২০/২১ উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্হ ৪৪ পদাতিক ব্রিগেড। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নংউওর দূর্গাপূর ইউনিয়নে । শীতকালীন বস্ত্র ও ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করে। উক্ত কর্মসূচী সার্বিকভাবে পরিচালনা করে এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন। সেখানে উপস্থিত ছিলেন এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন এর কোয়ার্টার মাস্টার লেঃ মুসরাতুল ইসলাম খান এবং সুবেদার মেজর অনাঃ ক্যাপ্টেন আব্দুল হাই ভূইয়া।