গ্যাস লাইনের ১০ ফুটের ভেতরের স্থাপনা সরানোর নির্দেশ
Published : Saturday, 9 January, 2021 at 4:43 PM

সিলেট বিভাগজুড়ে স্থাপিত গ্যাস সঞ্চালন পাইপের ১০ ফুটের মধ্যে কোনো
ধরনের স্থাপনা না রাখতে নোটিশ জারি করেছে জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি
সিস্টেম লিমিটেড। নির্মিত সকল স্থাপনা সরাতে হবে নিজ উদ্যোগ ও খরচে। এ জন্য
এক সপ্তাহ সময় বেধে দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে নেয়া হবে আইনি ব্যবস্থা।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে স্থাপিত জালালাবাদ গ্যাসের সঞ্চালন
লাইনের উভয় পাশের ১০ ফুটের মধ্যে ঘরবাড়ি বা কোন ধরনের বিল্ডিং নির্মাণ করা
প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমিলা-২০০৩ এর পরিপন্থি। তাই জননিরাপত্তার
স্বার্থে সকল ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সঞ্চালন গ্যাস পাইপ লাইনের
উভয়পার্শ্বের ১০ ফুটের মধ্যে নির্মিত ঘরবাড়ি বা বিল্ডিং আগামী ৭ দিনের
মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। অন্যথায় এসব স্থাপনা উচ্ছেদসহ আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।