ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো দ. আফ্রিকা
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
দিমুথ করুণারতেœর সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও দণি আফ্রিকাকে বড় ল্য দিতে ব্যর্থ। জোহানেসবার্গ টেস্টে মাত্র ৬৭ রানের ল্েয নেমে কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ১০ উইকেটে হেরে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা। দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতলো দণি আফ্রিকা।
৬ উইকেট হাতে রেখে ৫ রানের লিড নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৯১ রানে করুণারতেœ আর ১৮ রানে নিরোশান ডিকবেলা অপরাজিত ছিলেন। ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিটা বড় হয়নি। করুণারতেœ ১২৩ বলে ১৯ চারে দশম সেঞ্চুরি উদযাপনের পর আর মাত্র পাঁচ বল টিকে ছিলেন ক্রিজে। আনরিখ নর্টিয়ে তাকে উইয়ান মুলডারের ক্যাচ বানান। ১০৩ রান করেন লঙ্কান অধিনায়ক। ডিকবেলার সঙ্গে করুণারতেœর জুটি ছিল ৬৯ রানের।
এই ধাক্কায় হুড়মুড় করে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। ডিকবেলা (৩৬) মাঠ ছাড়েন লুঙ্গি এনগিদির শিকার হয়ে। ৩ ব্যাটসম্যানকে ফিরিয়ে লোয়ার অর্ডারে ধস নামান লুথো সিম্পালা। শ্রীলঙ্কা তাদের শেষ ৬ উইকেট হারায় ৩৫ রানে। লাঞ্চের আগেই ২১১ রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
এনগিদি চার উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার। সিম্পালা নেন ৩ উইকেট।
ল্েয নেমে ২৪ রান স্কোরবোর্ডে যোগ করে লাঞ্চে যায় দণি আফ্রিকা। এইডেন মারক্রাম ও ডিন এলগারের ওপেনিং জুটি শেষ পর্যন্ত খেলে গেছেন। ৬৭ রানের জুটি গড়েন তারা। মারক্রাম ৩৬ আর এলগার ৩১ রানে অপরাজিত ছিলেন।