Published : Wednesday, 16 September, 2020 at 12:00 AM, Update: 16.09.2020 1:47:17 AM

ফেরদৌস মাহমুদ মিঠুঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের ছাঁয়াবিতান হাউজিং এলাকার স্কুলমাঠে গত ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্থানীয় বাঁধন ক্লাবের উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিন এতে অংশ নেয় আনন্দ শার একাদশ বনাম দৌলতপুর বাঁধন কাব। ১২ ওভারের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বাঁধন কাব ১৩৭ রান করে। পরে ব্যাট করতে নেমে আনন্দ শার একাদশ ৫২ রানে সব কটি উইকেট হারায়। বাঁধন কাব এতে ৮৫ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করেন মোঃ নুরুল আলম ও মোঃ আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসুর রহমান পিপুল ,খায়রুল ইসলাম সেলিম, ফরসুদ ভূইয়া, কামরুল ইসলাম ভূইয়াসহ ৯০ দশকের হারিয়ে যাওয়া বাঁধনের সকল সদস্যগণ। উল্লেখ্য ২০ বছর পর দৌলতপুর গ্রামের বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আল-মামুনের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগীতায় টুর্নামেন্টটি আবারো শুরু হয়। বাঁধন কাবের পক্ষে খেলায় অংশ নেয় মোঃ শুভ, তানভির,পিয়াস, মহসিন,নিশাত, শরীফ,রাফি, ইয়াব,নিশিত। টিম ম্যানেজমেন্টে ছিলেন মহসীন খন্দকার কাকন,আরিফুল ইসলাম সুজন,সাজ্জাদ হোসেন ভূইয়া বিজয়