শিরোনাম: |
বউ যখন বলেছিল ‘কবুল’, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে: শামীম ওসমান
|
?ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে সংসদ সদস্য শামীম ওসমান এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, 'আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।'
রোববার বিকাল ৩টা ২৯মিনিটে রিকশায় চড়ে আদর্শ স্কুল কেন্দ্রে এসে ভোট দেন তিনি। এ সময় শামীম ওসমানের সঙ্গে তার নেতাকর্মীরা ছিলেন। ভোট দিতে এসেই তিনি বলেন, 'ঠিক সময়ে এসেছি, আগে ভোট দিয়ে আসি।' ভোটার পরিচয় যাচাইয়ের পর গোপন কক্ষে গিয়ে বেশ সময় নিয়েই ভোট দেন শামীম। তারপর গোপন কক্ষ থেকে বেরিয়ে এক সহযোগীর সেলফি তোলার আব্দার মেটান। এর আগের নির্বাচন প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মেরে সেটা সবাইকে দেখিয়ে বাক্সে ফেলে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সংসদ সদস্য। তবে এবার ইভিএমে সেই সুযোগ ছিল না। |