নিজস্ব
প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য
কামনায় কুমিল্লায় টানা ১২ দিন ধরে চলছে ধারাবাহিক ধর্মীয় আয়োজন।
কুমিল্লা-৬
আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের
উদ্যোগে প্রতিদিনই কুরআন খতম, দোয়া-মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ ও পশু
সদকার আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নগরীর কান্দিরপাড়ে কুরআন
তেলাওয়াত ও খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে সেখানে বিশেষ
দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা ও বিভিন্ন
অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া-মাহফিলে উপস্থিত
ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহাবুবুর
রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা
বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মনির হোসেন
পারভেজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ
মেরাজ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক
আবুল কাশেম টুটুল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,
মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ,
যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল
হক পলাশ, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী
জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক
শাহাদাৎ হোসেন রবিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
দোয়া
মাহফিলে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে আশু রোগমুক্তি কামনায়
হাজী আমিন উর রশিদ ইয়াছিন গত ১২ দিন ধরে ধারাবাহিকভাবে কুরআন খতম,
দোয়া-মাহফিল ও ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। নেতাকর্মীরা এতে
আন্তরিকভাবে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।
এছাড়া ১০ ডিসেম্বর থেকে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হবে।
