কুমিল্লার
দেবিদ্বারে এক প্রসূতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আল মদিনা জেনারেল
হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়
হাসপাতাল তালাবদ্ধ রেখে ৫ ঘন্টা কর্মবিরতি পালন করেছে দেবিদ্বার প্রাইভেট
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালের
চিকিৎসক, মালিক-কর্মচারীরা। এসময় প্রাইভেট হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা
নিতে আসা সাধারণ রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েন।
দেবিদ্বার শিশুমাতৃ
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুলছুম বেগম বলেন, সকাল ৯টায় দিকে শিশুমাতৃ
হাসপাতালে আমার সিরিয়াল ছিল, হাসপাতালে এসে দেখি গেইট তালা কেউ নেই, গেইটে
দেখলাম কর্মবিরতি লেখা, দুপুর ১২টার পর হাসপাতালের কার্যক্রম শুরু হবে এ ৩
ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। আমার মত অনেকেই এসেছে, তাঁরা সবাই ১২ টা
পর্যন্ত অপেক্ষা করতেছে। কেউ কেউ হাসপাতাল তালা দেখে চলে গেছে।
কর্মবিরতি
পালনকালে দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মো. তাজুল
ইসলাম সরকার বলেন, গত ৪ ডিসেম্বর আল মদিনা জেনারেল হাসপাতালে মুমুর্ষ
অবস্থায় মোসা. লিজা আক্তার নামে এক প্রসূতি চিকিৎসা নেওয়ার পর কুমিল্লার
একটি হাসপাতালে মারা যাওয়ার পর একটি চক্র দেবিদ্বার আলমদিনা জেনারেল
হাসপাতাল ভাঙচুর ও লুটপাট চালায় আমরা এর প্রতিবাদে দেবিদ্বারের সকল
প্রাইভেট হাসপাতাল ৫ ঘন্টা কর্মবিরতি পালন করছি। এছাড়াও আমরা মানববন্ধন
কর্মসূচীও পালন করেছি। আমরা চাই যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সিসি ক্যামেরা
ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে দৃষ্টামূলক শাস্তি দেয়া হোক। যাতে ভবিষ্যতে
কেউ এ কাজ করার সাহস না পায়।
মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ময়নাল
হোসেন ভিপি বলেন, “দেবিদ্বার উপজেলায় প্রায় ৩০/৩২টি প্রাইভেট হাসপাতাল ও
ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে
হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। আমরা সর্বদা চেষ্টা করি কম টাকায়
রোগীদের সেরা সেবা দিতে, তবে মাঝে মাঝে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। যদি
রোগীর আত্মীয়স্বজন মনে করতেন যে চিকিৎসকের কোনও অপরাধ রয়েছে, তাহলে তারা
আইনগতভাবে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তারা সেটা করেননি।”
এদিকে,
হাসপাতাল ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সকাল ১০ টায় দেবিদ্বার মুক্তিযোদ্ধা
চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও
ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চিকিৎসক,
মালিক-কর্মচারীরাবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেবিদ্বার প্রাইভেট
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম
আজাদ, সাধারণ সম্পাদক ভিপি মো. ময়নাল হোসেন, সেন্ট্রাল হসপিটালের
চেয়ারম্যান মো. আবদুল আলীম সরকার, মর্ডান হাসপাতালের চেয়ারম্যান মো. তমিজ
উদ্দিন, আল মদিনা হাসপাতালের কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী এবং
দেবিদ্বার জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা.শাহীন আলম সরকারসহ
অন্যান্যরা।
