২০০৫
সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারী মেডিকেল কলেজ- ইস্টার্ন মেডিকেল
কলেজ বিগত বৎসরগুলির ন্যায় গতকাল ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস থেকে ১৬
ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আগামী প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ ও
সঠিক ইতিহাস তুলে ধরে ৯ দিন ব্যাপী বিজয় উৎসব পালন করে আসছে। তারই
ধারাবাহিকতায় অদ্য ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় কাবিলাস্থ কলেজ
অডিটরিয়ামে শিক্ষক মন্ডলী সহ সকল ব্যাচের দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের
সমন্বয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে। উক্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন মেডিকেল কলেজের অন্যতম উদ্যোক্তা
পরিচালক, সাবেক অধ্যক্ষ বর্তমান পরিচালক একাডেমিক অধ্যাপক ডাঃ মোঃ কলিম
উল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ
প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও উদ্যোক্তা বর্তমান কলেজ লিঃ এর ব্যবস্থাপনা
পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের
প্রাক্তন অধ্যক্ষ ও প্যাথলজী বিভাগের অনারারী অধ্যাপক ডাঃ রুহিনী কুমার
দাস, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা
আক্তার রেখা। স্বাগত বক্তব্য রাখেন বিজয় উৎসব-২০২৫ কমিটির সদস্য সচিব
অধ্যাপক ডাঃ এস.এম. তৌহিদুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয়
উৎসব এর সার্বিক ব্যবস্থাপনার এবারের আয়োজনের দায়িত্ব নিয়েছে ইএমসি
ব্যাচ-১৭ এর শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় উৎসব এর লোগো
সংবলিত কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে ফুটবল,
ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাটমিন্টন সহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের ব্যাচ
ভিত্তিক প্রতিনিধিদের অংশগ্রহণের লটারী অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায়
আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজয় উৎসব-২০২৫
কমিটির আহবায়ক ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম। বিপুল
সংখ্যক দেশি-বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।
