চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মামুন মজুমদার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
