আন্তর্জাতিক
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯
ডিসেম্বর) লাকসাম উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন অদম্য নারীকে সম্মামনা ক্রেষ্ট ও
সনদপত্র প্রদান করা হয়েছে।
ওইদিন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা।
৫টি
ক্যাটাগরিতে যে অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়,
তাঁরা হলেন- সফল জননী কোহিনূর আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী
হাজেরা কুদ্দুস রূপা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ফারজানা চৌধুরী, জীবনযুদ্ধে
জয়ী আলেমা আক্তার, সামাজিক উন্নয়নে আছমুন নাহার।
ইউএনও বলেন— “সমাজের
প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ নিজেদের মেধা, পরিশ্রম ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে
যাচ্ছেন। অদম্য নারীরা শুধু নিজেদের নয়—পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয়
উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। যাঁরা সম্মাননা
ক্রেষ্ট ও সনদপত্র পেলেন তারা অন্য নারীদের প্রেরণা হয়ে থাকবেন।
তিনি
বলেন— “নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও সামাজিক বাধা দূর করতে হলে সফল
নারীদের গল্প সমাজে আরও বেশি করে তুলে ধরতে হবে। এতে ‘অদম্য নারী পুরস্কার’
সেই উদ্যোগকেই আরও বেশী অনুপ্রাণিত করবে।
উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা মানসী পাল'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, অদম্য নারী কোহিনূর
আক্তার, আছমুন নাহার প্রমূখ।
সম্মাননা পেয়ে পুরস্কারপ্রাপ্ত নারীরা
আবেগাপ্লুত হয়ে বলেন— “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নারীরা আজ যে ভূমিকা রাখছে, তা রাষ্ট্রীয়
স্বীকৃতি পেলে কাজ করার অনুপ্রেরণা আরও বেড়ে যায়। আমরা চাই—নারীর
নিরাপত্তা, মর্যাদা ও অগ্রযাত্রায় সবাই পাশে দাঁড়াক।”
