কুমিল্লা
মহানগরীর বিষ্ণুপুর এলাকায় চুরি হওয়া একটি গরু উদ্ধারে সহায়তা করায় সামছুল
আলম (৬২) নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ
ঘটনায় অভিযুক্ত রতন কসাই (৪৫)সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায়
একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সামছুল আলম।
থানায় দায়ের করা অভিযোগ
সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর সন্ধ্যায় কালিয়াজুড়ি মাজার রোড দিয়ে যাওয়ার
সময় স্থানীয় ফল ব্যবসায়ী জাহাঙ্গীর সামছুল আলমকে জানান যে রতন কসাই একটি
গরু চুরি করে মৌলভীবাড়ি মসজিদের বিপরীত পাশে লোকমান সাহেবের বাড়ির সংলগ্ন
জঙ্গলে বেঁধে রেখেছে। পরে সামছুল ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান এবং
প্রতিবেশী খোরশেদ মিয়াকে বিষয়টি জানান। খোরশেদের সহায়তায় জঙ্গল থেকে গরুটি
উদ্ধার করে মসজিদের পাশে বেঁধে রাখা হয় এবং স্থানীয়দের অবহিত করা হয়।
এ
সময় রতন কসাই দাবি করে, গরুটি সে বহু কষ্টে অনেক দূর থেকে চুরি করে এনেছে
এবং তার বিরুদ্ধে না যাওয়ার হুমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে
৭টার দিকে গরুর মালিক কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল
মালেকের পুত্র ছবির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় দেড় শতাধিক মানুষের
উপস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
গোলাম কিবরিয়ার উপস্থিতিতে গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ
অনুযায়ী, এর পর থেকেই রতন কসাই সামছুল আলমকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে রতন তার ৪-৫ সহযোগীসহ দা ও
ছেনি নিয়ে সামছুল আলমকে প্রকাশ্যে হুমকি দেয় এবং কেন গরুটি উদ্ধার করেছে সে
বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এতে সামছুল আলম চরম আতঙ্কে রয়েছেন।
