কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ণ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে তারুণ্যের
উৎসব ২০২৫। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আয়োজন করা হয় দিনব্যাপী এই বর্ণাঢ্য
উৎসবের। তরুণদের সৃজনশীলতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সাজানো এই
আয়োজনকে কেন্দ্র করে উপজেলা প্রাঙ্গণে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।
উৎসব
উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ পিঠা উৎসব। নারীদের হাতের
তৈরি নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার সুবাসে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও তরুণ-তরুণীদের অংশগ্রহণে পিঠা উৎসবটি হয়ে ওঠে
উৎসবের মূল আকর্ষণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার মাহমুদা জাহান। কেক কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন ইউএনও
মাহমুদা জাহান। তিনি বলেন, তারুণ্যই দেশের শক্তি ও ভবিষ্যৎ। তরুণদের
ইতিবাচক চিন্তা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা সমাজকে এগিয়ে নিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের দেশপ্রেম, নৈতিকতা ও সাংস্কৃতিক
আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) তারেক রহমান।
উৎসব
চলাকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান পিঠা উৎসবের
বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলেন এবং
তাদের উদ্যোগকে প্রশংসা করেন। স্টলগুলোতে ছিল দুধপিঠা, পাটিসাপটা, ভাপা
পিঠা, চিতই, নারিকেল পিঠা, পুলি-পিঠাসহ নানা ধরনের সুস্বাদু পিঠা।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের নেতা-কর্মীরা অংশগ্রহণ
করেন।
