প্রতিবছরের
মতো এবারও দেশে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যথাযোগ্য
মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য "দুর্নীতির বিরুদ্ধে
তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে
দাউদকান্দি উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটি (দুপ্রক)-এর যৌথ উদ্যোগে মতবিনিময়, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)–এর সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার।
এতে
প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
এছাড়াও
উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,
উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ,
সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।
পরিশেষে, দুপ্রকের সদস্যবৃন্দ দাউদকান্দি
উপজেলা দুপ্রক-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক মো. নুরুল গনির
স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
