কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম
রোকেয়া দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। “নারী ও কন্যার
প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”
মঙ্গলবার
(৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার
কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা
পর্বে মিলিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রিমা
আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তায় নারীর ভূমিকা
নিয়ে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, সমাজসেবা
কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মৎস্য কর্মকর্তা মো. রাগিব
হাছান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমান।
এবার অদম্য নারী কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা চারজন নারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
