“দুর্নীতির
বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে কুমিল্লার লালমাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের
কর্মসূচি শুরু হয়। এরপর মানববন্ধন ও উপজেলা মিলনায়তনে “দুর্নীতি দমন ও
প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির নবাগত সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে
তাহমিনা মিতু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদুল্লাহ, দূর্নীতি প্রতিরোধ কমিটির নবাগত সাধারণ সম্পাদক অধ্যাপক
গোলাম মহিউদ্দিন, সহ- সভাপতি ডা: কাউসার আলম জুয়েল, শহীদুল ইসলাম, ফাহিমা
আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ইকবাল, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তোফাজ্জল হোসেন মজুমদার, লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক
মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, নীতির বাইরে যা তাই দূর্নীতি, যারা
দায়িত্বশীল পদে আছেন, তাদেরই প্রথমে দুর্নীতিমুক্ত হতে হবে। তারা দুর্নীতি
দমন কমিশনের জেলা ও উপজেলা কমিটিগুলোকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান
জানান। একইসঙ্গে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে
দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম।
