বাংলাদেশ
পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় বার্ড এবং শিসউক-এর যৌথ উদ্যোগে
“চৎড়সড়ঃরহম অমৎড়বপড়ষড়মু রিঃয ঈড়সসঁহরঃু ঊহঃবৎঢ়ৎরংব অঢ়ঢ়ৎড়ধপয” শীর্ষক
প্রায়োগিক গবেষণার ফলাফল উপস্থাপনে জাতীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ উদ্দিন আহমেদ, মহাপরিচালক
(অতিরিক্ত সচিব), বার্ড।
কর্মশালায় সভাপতির বক্তব্যে বার্ডের
মহাপরিচালক বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে বার্ড
প্রায়োগিক গবেষণা পরিচালনা করে থাকে। প্লাবন ভূমিতে মৎস্যচাষের মাধ্যমে
দাউদকান্দি মডেল দেশে-বিদেশে আলোচিত ও প্রশংসিত হয়েছে। এই প্রায়োগিক
গবেষণার মাধ্যমে প্লাবন ভূমিতে মৎস্যচাষের বিস্তৃতির মাধ্যমে দেশের আমিষের
চাহিদা পূরণে ভূমিকা রাখবে। কর্মশালায় “ঝরঃঁধঃরড়হ অহধষুংরং ড়ভ ঃযব
খরাবষরযড়ড়ফ ড়ভ ঋষড়ড়ফঢ়ষধরহ ঈড়সসঁহরঃু ঊহঃবৎঢ়ৎরংবং ঝঁঢ়ঢ়ড়ৎঃবফ নু ঃযব
অমৎড়-ঊপড়ষড়মরপধষ ঋঁহফ ধহফ খবংংড়হং খবধৎহবফ” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন
করেন সাকিউল মিল্লাত মোর্শেদ, নির্বাহি পরিচালক, শিসউক এবং আনাস আল ইসলাম,
সহকারী পরিচালক, বার্ড। ফলাফল উপস্থাপনায় গবেষকবৃন্দ বলেন, প্লাবন ভূমিতে
মৎস্যচাষ জলবায়ু, পরিবেশ ও প্রতিবেশ বান্ধব এবং নিরাপদ খাদ্য উৎপাদনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্য আলোচক হিসেবে গবেষণার ফলাফলের উপর আলোচনা
করেন রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড। মুখ্য আলোচনায় তিনি
বলেন, এই গবেষণার মাধ্যমে প্লাবন ভূমিতে মৎস্যচাষ ধারণার সম্প্রসারণের
চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের দিকসমূহ উন্মোচিত হয়েছে। কর্মশালায় বিশেষ
অতিথি ছিলেন সেইফ ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জয়নুল আবেদীন। কর্মশালায়
স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবু তালেব, যুগ্মপরিচালক (প্রকল্প), বার্ড ও
কর্মশালা পরিচালক এবং কর্মশালায় সমন্বয়ক ও সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন
মোঃ সালেহ আহমেদ, সহকারী পরিচালক, বার্ড। কর্মশালায় বার্ড-এর পরিচালকবর্গ,
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা মৎস্য
কর্মকর্তা, কুমিল্লা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রায়োগিক
গবেষণা প্রকল্পের মৎস্য উদ্যোক্তাগণ।
