
বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসন
থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল আলম হেলাল
মালয়েশিয়া বাইনারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর মালয়েশিয়া সময় ২টায় রেজাল্ট প্রকাশ করা হয়।
''ঞযবংরং
ঞরঃষব: অহধষুংরং ড়ভ ঋধপঃড়ৎং অভভবপঃরহম অপধফবসরপ চবৎভড়ৎসধহপব ড়ভ ঝবষবপঃবফ
ঝবপড়হফধৎু ঝপযড়ড়ষং ইধংবফ ড়হ ঊারফবহপব ভৎড়স ঈঁসরষষধ ঊফঁপধঃরড়হ ইড়ধৎফ,
ইধহমষধফবং ''
তিনি বাংলাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নত করার
জন্য সাধারণত শিক্ষক, শিক্ষার্থী, পরিবার, এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন
বিষয়ের উপর গবেষণা করেন। তার গবেষণা মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, ফলাফল
কেন দিন দিন অবনতি হচ্ছে, জিপিএ -৫ কেন কমে যাচ্ছে তার উপর গবেষণা করেন।
পিএইচডি ডিগ্রি অর্জন করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও তার নির্বাচনী এলাকার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এবিষয়
তিনি সাংবাদিকদের জানান,আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার
এই সফলতা সবার ,সমগ্র বাংলাদেশের। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে, শিক্ষা
ব্যবস্থার সংস্কার,শিক্ষকদের মান উন্নয়ন,শিক্ষার্থীদের উন্নয়ন:
পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট,উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো। দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।
