রোববার ৩০ নভেম্বর ২০২৫
১৬ অগ্রহায়ণ ১৪৩২
বছর শেষে শিক্ষার্থীদের বর্ণিল মিলন মেলা চান্দিনা মাতৃভূমি স্কুল এন্ড কলেজ
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৪৩ এএম |


ক্যালেন্ডারের পাতায় নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীরা একদিকে যেমন পরীক্ষা নিয়ে চাপের মুখে তেমনি পরীক্ষা শেষে উপরের ক্লাসে উঠবে সেই আনন্দও মনের ভিতর তীব্র জাগরণও সৃষ্টি করে। 
পরীক্ষার শত চাপ নিয়েও চলতি শিক্ষাবর্ষের শেষ ক্লাসটি স্মরণীয় করতে ‘ক্লাস পার্টি’র আয়োজন করে চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৯ নভেম্বর) বন্ধের দিনে প্রতিষ্ঠানটির বালক বালিকা এবং মাদ্রাসা শাখার তিনটি ক্যাম্পাসে প্রতিটি শ্রেণি কক্ষে এসব আয়োজন করে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা। 
রঙিন বেলুন, ফেস্টুন আর বিভিন্ন সাজসজ্জায় প্রতিটি শ্রেণিকক্ষ সাজানো হয় নতুন করে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আয়োজন করে কেক কাটা, গান, কবিতা, খেলাধুলা ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রম। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে পৃথক দোয়ানুষ্ঠানের ব্যবস্থা করা হয়। দুপুরে শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে খাবার খেতেও দেখা যায়। 
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। ক্লাস পার্টির এই উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসজুড়ে তৈরি করে আনন্দ-উচ্ছ্বাসের রঙিন আবহ।
অনুষ্ঠানে শিক্ষকরা জানান- এ ধরনের আয়োজনে শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা বাড়ে। তারা বলেন, নিয়মিত পাঠের আনুষ্ঠানিক পরিবেশের বাইরে এসে শিক্ষার্থীরা যখন নিজেদের মতো করে আয়োজন করে, তখন তাদের সৃজনশীলতা আরও বিকশিত হয়।
অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। একজন অভিভাবক জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং স্কুল–শিক্ষকের প্রতি বিশ্বাস জোরদার করে। অন্য একজন অভিভাবক বলেন, ক্লাস পার্টিতে অংশ নেওয়া শিশুদের মানসিকভাবে চাঙা করে এবং পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা তৈরি করে।
শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করেন। নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, সারাবছরের পড়াশোনার চাপের বাইরে এই ধরনের আয়োজন তাদের কাছে বড় আনন্দের। আরেক শিক্ষার্থী জানায়, প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের উপস্থিতি ও শুভকামনা তাদের দিনটিকে স্মরণীয় করে তুলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষার্থীর মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য ক্লাস পার্টি ইতিবাচক ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. আখতার হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার পাশাপাশি মানবিক গুণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি জানান, পড়াশোনার সঙ্গে সহশিক্ষা কার্যক্রম যুক্ত হলে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে তুলতে পারে।
তিনি আরও বলেন, প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাদের আন্তরিকতা ও আনন্দ দেখে তিনি অভিভূত। এমন আয়োজন শুধু বিনোদনই নয়, শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আখতার হোসাইন আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের সুনাম আরও উজ্জ্বল করবে।
এসময় উপস্থিত ছিলেন- মাতৃভূমি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম সহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুমিল্লায় কোরআন খতম ও দোয়া
কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান
গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে দিল জনতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
আজ কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন
কুমিল্লার তিতাসে ওয়ার্ড বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
ক্রিকেট নিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য ও গন্তব্য এক : আসিফ আকবর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২