প্রেসবিজ্ঞপ্তি:
নির্বাচনের
আগে গণভোটের দাবিতে কুমিল্লা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত আট
দল। শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠ সমাবেশ করে। সমাবেশ শেষে
বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ করে।
সমাবেশ কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর
কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারী মাহবুবর
রহমান এর পরিচালনা বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর
সভাপতি এম এম বিল্লাল হোসাইন,খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা
সৈয়দ আব্দুল কাদের জামাল।
কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ
হোসাইন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা,
সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা
মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার।
ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
