নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী
মনিরুল হক চৌধুরীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪
নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী
উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই মতবিনিময় সভায়
এলাকার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক
মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
সভায় সাক্কু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ধানের
শীষ শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি দেশের মানুষকে ন্যায়, অধিকার ও
গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বহন করে। তিনি উপস্থিত সকলকে
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মনিরুল হক
চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে অনুরোধ জানান।
সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
