কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার গভার্নিং বডি অনুমোদন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এতে মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থী মো. নূরুল ইসলাম হেলালী কে সভাপতি করা হয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই কমিটি অনুমোদন দেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।
নূরুল ইসলাম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মরহুম আবদুর রব এর পুত্র। তিনি ২০০৫ সালে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে প্রথম শ্রেণিতে কামিল (হাদিস) পাস করেন। এছাড়া তিনি ২০০৭ সালে রংপুর পীরগঞ্জ-জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা থেকে প্রথম শ্রেণিতে কামিল (ফিকহ) পাস করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। মাদ্রাসাটির উন্নয়নেও তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহবুবুর রহমান আশরাফী জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যে কমিটি অনুমোদন দিয়েছে আশা করছি তারা শিক্ষার মান উন্নয়নে এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
