কুমিল্লায় ৪০০ এতিম, অসহায় ও বিধবা পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।
শুক্রবার
(১৪ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের খুরুইল
বুটিয়াকান্দি দরবার শরীফের সাখা অরফানেজ সেন্টারের উদ্যোগে এ খাদ্য সহায়তা
করেন কাতার থেকে আসা প্রতিনিধি দল।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, ১০ কেজি চাল, ৫ কেজি সয়াবিল তেল, ৩ কেজি মুশুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন, এবং ২ কেজি ছোলা।
কাতার
চ্যারিটির চাইল্ড কেয়ার স্পেশালিস্ট সাবরিন আল কাইছি বলেন, কাতার
চ্যারিটির বাংলাদেশে এমন মানবিক সহায়তা সব সময়ই করে আসছে। বাংলাদেশের
দুর্দশাগ্রস্ত জনগণের মাঝে সহানুভূতি ও সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসেবে
কাতার চ্যারিটির সুনাম রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশে এমন সহায়তার অব্যাহত
রাখা হবে।
সাখা অরফানেজ সেন্টারের প্রধান পরিচালক ও বাংলাদেশ বেতার
বহিঃবিশ্বের সংবাদ উপস্থাপক ড. শাহ মুহাম্মদ এনামুল হক আল আজহারী বলেন, গত
১০ বছর ধরে কাতার চ্যারিটির অর্থায়নে প্রায় ৪০০ এতিম ছেলে মেয়ে সাখা
অরফানেজ সেন্টারে বিনা খরচে লেখা পড়া করছে। কাতার চ্যারিটির অর্থায়নে ওই
৪০০ পরিবারের মাঝে প্রায় ১২ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাতার চ্যারিটি বাংলাদেশে হত দরিদ্র মানুষের সেবায় এগিয়ে এসেছে। আমরা তাদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাতার
চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ আমিন হাফিজ ওমর, চাইল্ড কেয়ার
স্পেশালিস্ট সাবরিন আল কাইছি, সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ড. আবদুল
কাদির আল মাদানি, খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ
বেতার বহিঃবিশ্বের সংবাদ উপস্থাপক ড.শাহ মুহাম্মদ এনামুল হক আল আজহারী,
গোবিন্দপুর-বুটিয়াকান্দি আজিজিয়া এতিমখানা কমপ্লেক্সের পরিচালক মাওলানা
একরামুল হক, মাও. এমদাদুল হক, মো. নেয়ামাতুল্লাহসহ কাতার চ্যারিটির
অন্যান্য নেতৃবৃন্দ।
