ইনসাফ
ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে দাড়ি পাল্লায় ভোট চেয়ে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১০
(লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ
ইয়াছিন আরাফাত কে নিয়ে কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজারে মিছিল করেছে
উপজেলা জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতাকর্মী।
শুক্রবার
(১৪ নভেম্বর) বিকেলে মিছিলটি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে
ভুশ্চি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মুহাম্মদ ইমাম
হোসাইন , উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম সারওয়ার কামাল, সাবেক আমির
এইচএম নুরুল্লাহ, আবদুল মোতালেব, মাওলানা মফিজুল ইসলাম, মেছবাহুল ইসলাম,
আবদুল ওয়াদুদ তালুকদার, কবি ফারুক আহম্মেদ, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা
রবিউল হোসাইন, মাওলানা নঈম সিদ্দিকী, সাইফুল ইসলামসহ সহস্রাধিক নেতাকর্মী।
মিছিল
শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন
নতুন বাংলাদেশ হবে সাম্যের, ঐক্যের, ন্যায়ের ও ইনসাফের। তিনি বলেন সবাই
ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে এদেশ থেকে তাঁবেদারি ও
আধিপত্যবাদী শক্তির অবসান ঘটবে। আরও বলেন চাঁদাবাজ, দূর্নীতিবাজ, ঘুষখোর,
মানুষের সম্পদ লুণ্ঠনকারীর স্থান কুমিল্লা -১০ আসনে হবে না। জনগণকে সাথে
নিয়ে ঐক্যবদ্ধ লালমাই - নাঙ্গলকোট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
