নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে নোঙর করা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার
দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় তাদের মরদেহ মেলে
বলে জানান বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- বরিশাল বন্দরের আলী সরদারের ছেলে রনি সরদার (২০) এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. শুভ (৩৫)।
বৃহস্পতিবার
ভোর রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেলে তারা দুজন
নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ চেষ্টায় একদিন
পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, সোনারগাঁয়ের একটি
সিমেন্ট কারখানা থেকে ট্রলারে দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের
উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। তাতে তিন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে
তীরে উঠতে পেরেছিলেন।
“ট্রলারটি তীর থেকে কিছু দূরে নোঙর করে তিনজনই ঘুমিয়ে পড়েন। ভোররাত সাড়ে ৩টার দিকে তারা ঘুমে থাকা অবস্থাতেই ট্রলারটি ডুবে যায়।”
তবে, ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি এবং সেটি কীভাবে ডুবে গিয়েছিল তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে,
সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের লোকজনের কোনো
অভিযোগ না থাকায় বিকালে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
