শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
মেঘনায় ট্রলার ডুবি: নিখোঁজ ২ যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ এএম |


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে নোঙর করা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় তাদের মরদেহ মেলে বলে জানান বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- বরিশাল বন্দরের আলী সরদারের ছেলে রনি সরদার (২০) এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. শুভ (৩৫)।
বৃহস্পতিবার ভোর রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেলে তারা দুজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ চেষ্টায় একদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, সোনারগাঁয়ের একটি সিমেন্ট কারখানা থেকে ট্রলারে দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। তাতে তিন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন।
“ট্রলারটি তীর থেকে কিছু দূরে নোঙর করে তিনজনই ঘুমিয়ে পড়েন। ভোররাত সাড়ে ৩টার দিকে তারা ঘুমে থাকা অবস্থাতেই ট্রলারটি ডুবে যায়।”
তবে, ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি এবং সেটি কীভাবে ডুবে গিয়েছিল তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় বিকালে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২