কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ৩ টায় উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের মধ্য পাড়া মোহাম্মদ সাদির মিয়ার বাড়িতে।
অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো হল মোহাম্মদ সাদির মিয়া, নায়েব আলী, মোশারফ হোসেন, রবি মিয়া ও মিন্টু মিয়া।
স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মো.মোস্তাক ভূইয়া বলেন,সাদির মিয়ার বন্ধ ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তিনি বলেন রাত ১০ টা থেকেই পোড়া গন্ধ পাচ্ছিল বলপ প্রতিবেশীরা বলছেন, কিন্তু কোথা থেকে পোড়া গন্ধ আসে কেউ বুঝতে পারেনি। রাত যখন আনুমানিক ৩ টা বাজে তখন মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরো ৪ টি ঘরে আগুন লেগে যায়। তাদের আত্মচিৎকার শুনে এবং আগুনের লেলিহান শিখা দেখে শাহাবৃদ্ধি গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারেনি ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত সেন্টু মিয়ার স্ত্রী হালিমা বেগম বলেন, আমার নগদ দুই লাখ বিশ হাজার টাকা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন কি করবো,আমারতো সব শেষ হয়ে গেছে, এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা কুদ্দুস সরকার বলছেন অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৫ টি ঘর তিনি নিজ অর্থায়নে নির্মাণ করে দিবেন।
এদিকে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন খবর পেয়ে একটি ইউনিট নিয়ে ঘটনা স্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিভাবে আগুনের সুত্রপাত এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি।
