শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
মুরাদনগরে ৪শ এতিম ও দুস্থ পরিবার পেলেন কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী
সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ এএম |



কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে প্রতিষ্ঠিত সাখা অরফেঞ্জ সেন্টারের তত্ত্বাবধানে ৪০০ এতিম ও দুস্থ প্রত্যেকটি পরিবারের মধ্যে কাতার চ্যারিটির পক্ষ থেকে ১০ কেজি চাউল, ৫ কেজি তেল, ৩ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন ,২ কেজি ছোলা, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) দুপুরে দরবার শরীফ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীর ডক্টর শাহ মোঃ এনামুল হক আল আজহারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডক্টর আহমেদ আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফেনজ ডিরেক্টর ডক্টর আব্দুল কাদের।
বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা এমদাদুল হক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন।
সভাপতির বক্তব্যে ডক্টর শাহ মোঃ এনামুল হক আল আজহারী কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "রমজান মাসকে সামনে রেখে বা এই কঠিন সময়ে এই এতিম ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা কাতার চ্যারিটির প্রতি কৃতজ্ঞ। এই সহায়তা নিঃসন্দেহে ৪০০টি পরিবারের জন্য স্বস্তি নিয়ে আসবে।"
উপস্থিত অতিথিরা সমাজসেবামূলক এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২