জুলাই
সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষার মধ্যে জাতির
উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি
নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর
থেকে জানানো হয়েছে।
জুলাই জাতীয় সনদ সই হলেও এখন পর্যন্ত এটির বাস্তবায়ন
প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সনদ বাস্তবায়ন
প্রশ্নে গণভোট কবে হবে তা নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে। সেই বিরোধ মিটিয়ে
দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্র্বতী সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তাও
ফুরিয়ে এসেছে।
আর রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি
এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন
যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে
জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল।
অপরদিকে সংসদ নির্বাচনের আগে
কোনোভাবেই গণভোট চায় না বিএনপি। তারা নির্বাচনের দিনে গণভোট আয়োজনের দাবি
তুলেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন।
এর
আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ অগাস্ট জাতির উদ্দেশে সবশেষ ভাষণ
দেন মুহাম্মদ ইউনূস। সেদিন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪
সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। দেশ
ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই অভ্যুত্থানের
বর্ষপূর্তির দিনটি বাংলাদেশ উদযাপন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।
আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার।
এই সরকারের দেড় বছরের মাথায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার।
