বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ডটেকনোলজি (বাইউস্ট)-এর
আইন বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী “রেজিওনাল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫”
অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দুুপুরে বিশ^বিদ্যালয়ের
অডিটরিয়ামেএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানায় আয়োজক
কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ডটেকনোলজি
(বাইউস্ট)-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর
হোসেন, বিএসপি, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম
কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এ. এস. এম সায়েম আলী পাঠান, অত্র
বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম। এতে
সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: নায়ীম
আলীমুল হায়দার।
আয়োজকরা জানান, আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে আইন
সম্পর্কিত দক্ষতা অর্জন, যুক্তিতর্ক উপস্থাপন ও গবেষণার মাধ্যমে সাধারণ
মানুষের জন্য ন্যায় বিচার প্রাপ্তিতে দক্ষতা অর্জন। এছাড়াও বিচারিক আদালতের
ব্যবহার বিধি সম্পর্কিত জ্ঞান ও সময়পোযোগী আইন চর্চা আইনের শিক্ষার্থীদের
জন্য অপরিহার্য। এই লক্ষ্যে বাইউস্টের আইন বিভাগ প্রতিনিয়ত কাজ করে
যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক পাঁচটি বিশ্ববিদ্যালয় ও বাইউস্টের
শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায়
৩০০ আইন বিভাগের শিক্ষার্থী অংশ নেন।
