বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২
কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দাবী, কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দমকল বাহিনী ধারণা করছেন, বৈদ্যতিক শর্ক শার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। 
দমকল বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি বাজার কসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান। গত মঙ্গলবার রাত ১২টার দিকে কুটি বাজার মসজিদ সংলগ্ন মার্কেটে আগুনের সূত্রপাত হয় একটি ব্যাটারি দোকান থেকে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং জেলার পাশর্^বর্তী উপজেলা আখাউড়ার ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলিরে মধ্যে রয়েছে, বেকারী কনফেকশনারী, ওধুধের ফার্মেসী, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকানসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে। এখন একদম নিঃস্ব অবস্থায় রয়েছেন। কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশিকুর রহমান জানান, দোকানের ক্যাশে প্রায় নগদ ছয় লক্ষ টাকা ছিলো। রাত হয়ে যাওয়ায় টাকাগুলো সাথে নেয়া হয়নি। ক্যাশেই ছিলো। গুলোসহ দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দোকানে সব মাল ছিল। আগুনে কিছুই বাঁচাতে পারিনি। এখন দাঁড়ানোর মতো অবস্থাও নেই। কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কয়ক্ষতি নিরুপন করার জন্য বলা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সর্বোচ্চ নিরাপত্তা মাঠে থাকবে ২৩শ পুলিশ
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাজী ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
মা ও দুই বোনের পর চলে গেলেন কলেজ ছাত্র লিশান
কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান
শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটার কুমিল্লায় গ্রেফতার
কুমিল্লায় হাজী ইয়াছিনের মনোনয়ন দাবিতে অনুসারীদের মশাল মিছিল
নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন শক্তি নাই
বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই উপজেলার যুবলীগের দুই নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২