বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম |



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী নামক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ধরণের ক্ষতি হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ভোর ২ টার দিকে উপজেলার আমতলী বাজারে চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লেগে অফিসের ফ্যান ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অফিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ কলিম উদ্দিন জানান, নাশকতার উদ্দ্যেশ্যে জানালার গ্লাস ভেঙ্গে দুস্কৃতিকারিরা পেট্রোল দিয়ে কাঠের টুকরোর সাথে কাপড় পেচিঁয়ে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ৩টি ফ্যান, সেলফসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। অফিসে ধোঁয়া দেখতে পেয়ে অফিসে থাকা ৪জন স্টাফ ও তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় এই আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।এসময় ঘটনাস্থলে পেট্রোলের পুড়া ২টা বোতলের মুখ ও কাপড় পেচাঁনো কাঠের টুকরো পাওয়া যায়। বিজয়নগর থানায় একটি জিডি করা হয়েছে। 
বিজয়নগর দমকল বাহিনীর ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এতে কাগজ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। টাকা-পয়সার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা ও নাইটগার্ড জানিয়েছে কেউ আগুন দিয়েছে এখানে। তবে বিষয়টি তদন্তাধীন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থলে ফুয়েলসহ আগুনে কিছু জিনিস পাওয়া গেছে। এখানে দারোয়ান সহ কিছু ষ্টাফ ছিল তারা কাউকে দেখতে পায়নি। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।



 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সর্বোচ্চ নিরাপত্তা মাঠে থাকবে ২৩শ পুলিশ
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাজী ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
মা ও দুই বোনের পর চলে গেলেন কলেজ ছাত্র লিশান
কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান
শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটার কুমিল্লায় গ্রেফতার
কুমিল্লায় হাজী ইয়াছিনের মনোনয়ন দাবিতে অনুসারীদের মশাল মিছিল
নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন শক্তি নাই
বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই উপজেলার যুবলীগের দুই নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২