কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আজ (১২ নভেম্বর) বুধবার
দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চৌয়ারা বাজার ও সুয়াগঞ্জ বাজারে তেল
বিপণন কোম্পানি সমূহের নিবন্ধিত ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্ট ডিলারদের
বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার
টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময়
অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেল একটি স্পর্শকাতর পণ্য। অনেক
ব্যক্তি/প্রতিষ্ঠান রাস্তার পাশে অবৈধভাবে ড্রাম কিংবা ক্যানে করে খোলা
বাজারে অকটেন ও পেট্রোল বিক্রয় করে থাকে। এসকল অবৈধ ভাসমান দোকান অবৈধ,
চোরাই ও ভেজাল তেলের অসাধু চক্রকে উৎসাহিত করে। একই সাথে এই সকল উৎস হতে
তেল সংগ্রহ করে দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কাজে ব্যবহার করে আসছে বলে
অভিযোগ রয়েছে। ফলে দুষ্কৃতিকারীরা যাতে অবৈধভাবে খোলা বাজার হতে
ক্যান/বোতলে করে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে না পারে সে বিষয়টি এখন থেকে
নিয়মিত মনিটরিং করা হবে। অভিযানকালে চৌয়ারা বাজারের রহমান ট্রেডার্সসহ মোট
তিনটি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২৩ হাজার টাকা জরিমানা
করা হয়। অপর একটি মামলায় অপরিচ্ছন্নতার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,
২০০৯ অনুসারে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
