
আয়ারল্যান্ডের
বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে বাংলাদেশ দল।
টাইগারদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন টপ অর্ডার ব্যাটাররা। মাহমুদুল
হাসান জয় অপরাজিত রয়েছেন ১৬৯ রানে। এছাড়া মুমিনুল হক ৮০ রানে ক্রিজে থেকে
তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে
এসে ওপেনার জয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড দলের কোচ হেনরিখ
মালান। তিনি মনে করেন স্কোরকার্ডই বলে দিচ্ছে দিনটা কত কঠিন ছিল তাদের
জন্য। ভালো শুরু না করতে পারার আক্ষেপ করেছেন তিনি।
মালান বলেন,
‘স্কোরবোর্ড দেখলেই বুঝতে পারবেন আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা দিন
ছিল। আমার মনে হয় দিনের মাঝের সময়টাতে আমরা বেশ ভালো করছিলাম। কিন্তু আমরা
যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। দিনের শেষ দিকে তাদের
ব্যাটাররা ভালো করেছে, আমাদের জন্য আরো কঠিন হয়েছে।’
জয়ের ব্যাটিংয়ের
প্রশংসা করে মালান পরে বলেন, ‘সে (জয়) খুবই ভালো খেলেছে। যেটা আমি একটু
আগেও বললাম তারা আমাদের খুব বেশি সুযোগ দেয়নি। বাংলাদেশের ব্যাটাররা দৃঢ়
ইনিংস খেলেছে। আমার মনে হয়েছে এটা শুধু হাইলাইটস। এটাই প্রমাণ করে তাদের
কন্ডিশনে তারা কত ভালো। এমন কিছু সময় ছিল, যখন তারা থার্ড গিয়ারে ব্যাটিং
করেছে। আমরা চেষ্টা করেছি। তবে তারা যখন থিতু হয়েছে, তখন তাদের বোলিং করাটা
বেশ কঠিন হয়ে গিয়েছিল।’
আয়ারল্যান্ডের লক্ষ্যই এখন বাংলাদেশের সংগ্রহ
আর বাড়তে না দেওয়া। মালান বলেন,‘সত্যি বলতে আজকে সারাদিনে আমরা মাত্র একটা
সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় না আমাদের ফিল্ডিং খুব বেশি খারাপ
ছিল। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং খুবই ভালো ছিল। আমরা যদি ওই একটা সুযোগ নিতে
পারতাম তাহলে আরো ভালো হতো। আমরা সারাদিনই আলোচনা করছিলাম যে চাপ তৈরি করে
সুযোগ সৃষ্টি করতে হবে। কাল আমাদের জন্য বড় একটা দিন। আশা করি আমরা আরো
বেশি সুযোগ তৈরি করতে পারব এবং সেগুলোকে কাজে লাগাতে পারব।’
