
২০০৯
সালে লাহোরে সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে শ্রীলঙ্কা
ক্রিকেট দল। এর জেরে দীর্ঘ সময় পাকিস্তানে কোনো বাইরের দেশ খেলতে যায়নি।
আবারো যখন শ্রীলঙ্কা দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে, তখন আবার
দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটল। আজ ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন
নিহতের খবর পাওয়া গিয়েছে। এর পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী শ্রীলঙ্কা দলের সঙ্গে দেখা করে নিশ্ছিদ্র
নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
ইসলামাবাদে জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত
ভবনের বাইরে এই বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া উত্তরের ওয়ানা এলাকায় একটি
সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এই হামলার
দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান।
তিন বছর আগে
রাওয়ালপিন্ডিতে একটি সাদা বলের সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড দল।
গোয়েন্দা সূত্রে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা করে তারা কোনো ম্যাচ না
খেলে দেশে ফিরে যায়।
পিসিবির একটি সূত্র বলেছেন, ‘এই কারণে মহসিন নাকভী
সশরীরে স্টেডিয়াম গিয়েছেন এবং সফরকারী দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।
তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা নিরাপদে থাকবে।’
তিনি আরো বলেন,
‘পাকিস্তানি আর্মি ও প্যারামিলিটারি রেঞ্জার্সের সঙ্গে নিরাপত্তার ব্যাপারে
আলোচনা হয়েছে। সফরকারী খেলোয়াড় ও অফিসিয়ালদের নিরাপত্তা পর্যবেক্ষণে তারা
কাজ করে যাবেন।’
প্রথম ওয়ানডে ৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। তিনটি ওয়ানডে
খেলে দুই দল জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ১৭ থেকে ২৯
নভেম্বর পর্যন্ত।
