ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া
থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল
নামক স্থান থেকে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আবির নামে এক মাদক
কারবারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা পুলিশ জানায়,
গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এসে আই আবদুস সবুর সঙ্গীয়
ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়ন হরিমঙ্গল রেল লাইনের পাশ থেকে
১১ বোতল স্কাফ সিরাপসহ আবির নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবির
(২০)কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা এলাকার কামাল হোসেন এর
ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল
ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
