গতকাল (৩ নভেম্বর)জাইকা প্রতিনিধি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে প্রকৌশল অনুষদের বিভিন্ন অবকাঠামো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে অনুষদ সদস্যদের সাথে আলোচনা করেন।
পরিদর্শন শেষে বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের, জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো, কাতসুকি নাহু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান, আইসিটি সেলের পরিচালক ড. মোঃ মেহেদী হাসান।
মতবিনিময় সভায় একাডেমিক, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং গবেষণা উদ্যোগে একসাথে কাজ করার জন্য পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন এবং জাইকা ও আইসটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘চৎড়লবপঃভড়ৎ ওঈঞ ঊহমরহববৎং উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ ঃযব চৎড়সড়ঃরড়হ ড়ভ ঃযব ওঈঞ ওহফঁংঃৎু ধহফ ঘবি ওহহড়াধঃরড়হং’ এর আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষককে ঝড়ভঃধিৎব ঊহমরহববৎরহম, ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম এবং ওহভড়ৎসধঃরড়হ ঝবপঁৎরঃু বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ প্রদানের জন্য মত পোষণ করেন। এই ৬ জন শিক্ষক পরবর্তিতে উক্ত ট্রেনিং প্রোগ্রামসমূহের প্রশিক্ষক হিসেবে থাকবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত প্রোগ্রাম থেকে উপকৃত হবেন। এছাড়াও ভবিষ্যতে ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃব ড়ভ ওহভড়ৎসধঃরপং, ঔধঢ়ধহ এর সাথে গড়ট স্বাক্ষরের জন্য উপাচার্য মত প্রকাশ করলে জাইকা প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
