কুমিল্লার
লালমাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল হতে
নারী উদ্যোক্তা তৈরিতে 'বেকিং এন্ড কুকিং' ও 'ড্রেস মেকিং এন্ড টেইলারিং'
বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীদের
মাঝে সার্টিফিকেট ও বিনামূল্যে সেলাই মেশিন ও মাইক্রোওভেন বিতরণ করা
হয়েছে।
মঙ্গলবার ৪ নভেম্বর উপজেলা হলরুমে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা
নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এসময় উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউপি
চেয়ারম্যান মো : আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান মো : লোকমান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে ছিলেন নারী উদ্যোক্তা বেকিং এন্ড কুকিং এক্সপার্ট সালমা
ইসলাম নুপুর ও ড্রেস মেকিং এন্ড টেইলারিং এক্সপার্ট নাজমা আক্তার হ্যাপি।
গত
২২ অক্টোবর ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কুমিল্লা জেলার জেলা
প্রশাসক মো: আমিরুল কায়ছার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার
উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী
খীসা বলেন উদ্যোক্তা হতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো ব্যবসা
সফল হতে চাইলে প্রাথমিকভাবে পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার
বিকল্প নেই। দক্ষ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করে, কর্মসংস্থান
সৃষ্টি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই
প্রশিক্ষণের মূল উদ্দেশ্যে হচ্ছে প্রত্যেককে একজন দক্ষ উদ্যোক্তা তৈরি করা।
