রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
কুবিতে নতুন কমিটি গঠনে ছাত্রদলের মতবিনিময় ও ফরম বিতরণ
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২৪ এএম |



কুবি প্রতিনিধি: আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাক্সক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মূল্যায়ন ও প্রস্তাবনা তুলে ধরার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোর সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব।
সভায় নেতাকর্মীরা ‘কেমন ছাত্রদল চান’-এ বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিগত ১৭ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই নির্যাতিত ছিলো। তৎকালীন অবৈধ মন্ত্রী লোটাস কামাল এ বিশ্ববিদ্যালয়কে দ্বিখণ্ডিত করেছিলেন। আমরা তখন বিক্ষোভ করেছি। এখন আশা করি দুই ক্যাম্পাসে সংযোগ সড়ক হবে। স্রোতের বিপরীতে দাঁড়িয়েই ছাত্রদলের ব্যানারকে সুসংগঠিত করেছি। যারা ত্যাগ করেছে, মজলুমদের মধ্যে আমিও একজন।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে কুবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। আমাদের বিরুদ্ধে মামলা হলেও যারা হুমকি দিয়েছিলো তারা এখনো প্রশাসনের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের প্রতিটি জায়গায় ছাত্রদলের বীজ বপন করতে হবে। মেধাবীদের নিয়েই ছাত্রদলের কার্যক্রম হবে।”
বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব বলেন, “দীর্ঘ গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই করেছি। বৈষম্যমুক্ত সমাজ চাইতে গিয়ে এখনও নিষিদ্ধের নামে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে।”
উদ্বোধক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “আগামীর বাংলাদেশ ও শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা আজ এখানে উঠে এসেছে। আমরা ফরম বিতরণ করলাম, আবার ৮-১০ তারিখে আসবো। প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে, মব হওয়ার ঝুঁকি থাকায় বাইরে অনুষ্ঠান করেছি। শিগগির ক্যাম্পাসে করার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “দুইটি মেয়েদের হল, তিনটি ছেলেদের হল-সব জায়গায় নেতৃত্ব দিতে হবে। হলে কমিটি হলে আমাদের শক্তি দ্রুত বাড়বে। ১০-১২ তারিখের দিকে বড় আলোচনা সভা করবো।”
কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাস সংকটে আমরা ভিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, সংকট কমেছে। ক্যাফেটেরিয়া, হলের খাবার, ভর্তি পরীক্ষায় বিভিন্ন সহযোগিতা করেছি। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ চালিয়ে যাবো।”
প্রধান অতিথি শরীফ প্রধান শুভ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন ও মানবিক মর্যাদার সংগঠন। জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু। প্রথমে মনে হয়েছিলো ছাত্রদলের প্রতি আগ্রহ কম, কিন্তু এখানে এসে বুঝলাম আগ্রহ অনেক। আপনাদের জবাবদিহিতার জায়গা আছে, লুকোছাপা নেই। বিবেক বন্ধক রেখে কাজ করি না।”
তিনি আরও বলেন, “সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে-সংগঠন করাকে কেউ বাধা দিতে পারে না। শেখ হাসিনার তল্পিবাহীরা এখনো ক্যাম্পাসে সক্রিয়, কিন্তু তারা সফল হবে না। গেস্টরুম, গণরুম কালচার বন্ধে কাজ করেছি, করবো। আমরা হল ও ফ্যাকাল্টি কমিটি গঠন করবো। শ্রেণী বৈষম্য করি না-তারেক রহমানের রেইনবো নেশন, সম্প্রীতির বাংলাদেশ গড়বো। নারী-পুরুষ সবাই ছাত্রদলের পতাকাতলে আসতে পারবেন। শতভাগ স্বচ্ছতা রেখে নেতৃত্ব দেবো। ছাত্রদল আপনাদের হতাশ করবে না।”
মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সম্ভাব্য সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব : আবুল কালাম
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২