রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা-৪ (দেবিদ্বার)
বিএনপির মনোনয়ন পেলেন চারবারের সংসদ সদস্য ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সী
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২৪ এএম |



কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করার পর তার এলাকার নেতা কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পরে তাঁরা আনন্দ মিছিল বের করে। জানা গেছে, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনেকুমিল্লা-(দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী। পরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন এবং একই সালের ১২ জুনের নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চারবার সংসদ সদস্য থাকা কালে তিনি দেবিদ্বারের ব্যাপক উন্নয়ন করেছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ’, দেবিদ্বার আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ^বিদ্যালয় কলেজ, ‘জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, ‘মাজেদা আহসান পৌর পাঠাগার’, ‘ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পৌর শিশু পার্ক’, ‘দেবিদ্বার মুক্তিযোদ্ধা চত্ত্বর’ ও ‘দেবিদ্বার শহীদ জিয়া পার্ক’, ‘দৃষ্টিনন্দন গুনাইঘর বাইতুল আজগর সাত গম্বুজ মসজিদ’, ‘দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ’, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী নিবাস’, এবং গোমতী নদীর শিবনগর, খলিলপুর ও লক্ষ্মীপুর ব্রীজ’ নির্মাণ, গুনাইঘর বায়তুল আজগর সাতগম্ভুজ মসজিদসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেন। কোন কোন এলাকায় তাঁর নিমার্ণাধীন রাস্তাঘাট এখনো অক্ষত অবস্থায় রয়েছে বলে জানা যায়। 
সাবেক ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম বলেন, ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী একজন পরীক্ষিত নেতা। তিনি গত ১৭ বছর স্বৈরাচার হাসিনার হামলা মামলার শিকার হয়েছিন, এরপরও তিনি তৃণমূল বিএনপিকে টিকিয়ে রেখেছেন। রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তিনি মনোনয়ন পাওয়ায়  তৃণমূল বিএনপির নেতা কর্মীরা আনন্দিত।
এক প্রতিক্রিয়ায় ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন, আলহামদুলিল্লাহ। বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, দলের অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকবেন এটাই স্বাভাবিক। তবে যারা মনোনয়ন পায়নি আমরা তাদের সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর দেবিদ্বার গড়ে তুলতে চাই। আমার বাবা চারবার দেবিদ্বার আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি এ আসনের মানুষের হৃদয়ে এখনো আছেন। আমি বিশ^াস করি আগামী নির্বাচনে  দেবিদ্বার আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, সকল প্রশংসা আল্লাহ তায়ালা’র। দেবিদ্বারের মাটি ও মানুষের জন্য রাজনীতি শুরু করেছিলাম। এই মাটিতেই মরতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের  প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি আমার নেতা- কর্মীদের বলতে চাই, আপনারা মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী পৌছে দেন। আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ঘরে ফেরা যাবে না। সবাইকে নিয়ে একটি বসবাসযোগ্য সমৃদ্ধ দেবিদ্বার গড়ে তুলতে চাই। যারা মনোনয়ন চেয়েও পায়নি তারা আমার দলের নেতা। আমি সকলকে নিয়ে দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে চাই। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব : আবুল কালাম
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২