কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়র পদমর্যাদার) মো: শাহ আলম বলেছেন,
ব্যবসায়ীরা রাষ্ট্রের প্রাণ। রাষ্ট্রের সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা
করেন ব্যবসায়ীরাই। শিল্পপতি বা ব্যবসায়ীদের মর্যাদা ও সম্পর্ককে রাষ্ট্র
অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। গতকাল সোমবার (০৩ নভেম্বর)
কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শাহ আলম আরও বলেন, দেশের উন্নয়ন ও
জনগণের জীবনমান উন্নয়নে ব্যবসায়ী সমাজের অবদান অনস্বীকার্য। ব্যবসায়ীরা
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল
ইসলাম ভুঞা, হালিমা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর,
সাত্তার খান কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো: আরিফ খান এবং ইস্টার্ণ
ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূইয়া।
মোবাইল
ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন ভূইয়া মানিকের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার ফরহাদ সুমন, সাংগঠনিক
সম্পাদক মো: জালাল উদ্দিন শাকিল, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন খান,
সহ-সভাপতি শামীম আহমেদ রাসেল ও আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো:
ইমরান হোসেন ইমু, কাজী ইমাম হোসেন, মো: হাসান আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ
তৌহিদ উজ জামান, সহ সাংগঠনিক সম্পাদক মো: নাছিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো:
ফেরদৌস সায়েম ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মানিক মিয়া, আইন বিষয়
সম্পাদক মো: নাজমুল হাসান রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: তারেক
আজিজ, বিনোদন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আতিকুর রহমান (আতিক), নিরাপত্তা ও
অভিযোগ বিষয়ক সম্পাদক মো: রাজু মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো:
আবদুল্লাহ আল মামুন বকুল, কার্যকরী সদস্য মো: হানিফ, মো: আহসান উল্লাহ, মো:
রবিউল ইসলাম মামুন, মো: আরিফ মাহমুদ রনি, আজাদ সুমন, মো: আরমান হোসেনসহ
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ী নেতারা ব্যবসায়ীদের
স্বার্থরক্ষা, নিরাপত্তা জোরদার ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার
প্রত্যয় ব্যক্ত করেন।
