মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ-
জোটভূক্ত নির্বাচনে জোটের প্রধান দলের প্রতীক রাখতে হবে
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৪.১১.২০২৫ ১:১১ এএম |


জোটভূক্ত নির্বাচনে  জোটের প্রধান দলের  প্রতীক রাখতে হবেরণবীর ঘোষ কিংকর। 
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। একই সাথে আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুনর্বহাল চায় দলটি। 
জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবী জানিয়েছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করেন তিনি। আবেদনে উল্রেখ করেন- "লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি নির্বাচন কমিশন কর্তৃক এক (০০১) নং নিবন্ধিত রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৩ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ। আরপিওতে জোটভুক্ত দলগুলো নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা আরোপ করেছেন এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল হিসেবে আমরা পূর্বের গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও অনুযায়ী নিজ পার্টির প্রতীক এবং জোট প্রধান পার্টির প্রতীক দুটোই রাখার জোড়ালো আবেদন জানাচ্ছি। যাতে জোটভুক্ত দলগুলো নিজ দলের প্রতীক অথবা জোট শরীকের প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন।"
এছাড়া সোমবার (৩ অক্টোবর) সকালে স্বাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন- জাতীয় নির্বাচনে জোটবদ্ধ নির্বাচনে জোটের মূল নেতৃত্বদানকারী দলের প্রতীক ব্যবহার করে আসছে জোটের অন্যান্য শরীক দলগুলো। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন আরপিও পরিবর্তন করে ওই সিদ্ধান্তকে বাতিল করা অত্যন্ত দুঃখ জনক ও অনভিপ্রেত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হলেও এটি রাষ্ট্রপতির স্বাক্ষর না নিয়ে অনতি বিলম্বে অকার্যকর করার দাবী জানাই এবং আগের আরপিও অনুসারে জোটের প্রধান শরীক দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচনে অংশে গ্রহণে সুযোগ দিবেন।
সাবেক ওই প্রতিমন্ত্রী আরও জানান- আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে সাধারণ ভোটাররা বিভ্রান্তিতে পড়বেন এবং মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা তাদের কাঙ্খিত ভোট থেকে বঞ্চিত হবেন। সার্বিক দিক বিবেচনা করে অনতি বিলম্বে দ্রুত আরপিও সংশোধন বাতিল করে পূর্বের ন্যায় জোটের প্রধান দলের প্রতীক ব্যবহারে কার্যত ভূমিকা পালন করবেন।
তিনি বলেন- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত চাওয়া হয়। বিএনপি আরপিওর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন প্রস্তাবে মতপ্রকাশ করতে গিয়ে বলে, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে তারা একমত পোষণ করে না। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশন ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতি আমরাও বলতে চাই আরও সংশোধন না করে জোটের প্রধান দলের প্রতীক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাখার বিধান নিশ্চিত করতে হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২