মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম আপডেট: ০৪.১১.২০২৫ ১:০৬ এএম |



 অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি।
পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। 
সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। এবার কাউন্সিলর ও পরিচালক দুটোই একসঙ্গে মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর অনুমোদন দেয়ার পর পরিচালক অনুমোদন দিলে আজকের সভাতেই রুবাবা যোগ দিতে পারবেন। 
আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। এদিন এনএসসি পরিচালক (ক্রীড়া) মোঃ আমিনুল এহসান সাক্ষরিত ভিন্ন দুই চিঠিতে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়া হয়। নিশ্চিত করা হয়েছে। চিঠিতে এম ইশফাক আহসানের বদলে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। যদিও বিগত সময়ে এনএসসি পৃথক দিনে পৃথক এমন চিঠি দিয়েছে। আজ বোর্ড সভা উপলক্ষে একই দিন দুই চিঠি ইস্যু করেছে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের দায়িত্ব ছিলেন ২৪ পরিচালক। নতুন করে আজ পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।
এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২