চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬৬৪ পিছ ইয়াবাসহ আটক হওয়া যুবদল নেতা
আবদুর রহিমকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার
অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
গত ১ নভেম্বর শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানা গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ারুল হক
ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর সিদ্ধান্তে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক
(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা
হয়, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর যুবদল কর্মী আবদুর রহিমকে
প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতৃত্বের
কোনো কর্মকাণ্ডে বা সাংগঠনিক দায়িত্বে তিনি ভবিষ্যতে অংশ নিতে পারবেন না
বলে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত
থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি স্বীকার করে
চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শাহনেওয়াজ মজুমদার বলেন, আব্দুর
রহিমকে কনকাপৈত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে প্রচার করা
হলেও তিনি মুলত: কনকাপৈত ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের
অভিযোগে তাকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
উল্লেখ্য,
আব্দুর রহিমকে গত বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে
যৌথবাহিনীর একটি টিম আটক করে। এ সময় তার নিকট থেকে ২৬৬৪ পিছ ইয়াবা, ২টি
মোবাইল, নগদ ২ লক্ষ ২১ হাজার ৬’শত ২০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আবদুর
রহিম কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মরহুম আব্দুল কুদ্দুসের ছেলে। তার
বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে।
