রোববার ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২
বিবিসিতে তারেকরহমানের সাক্ষাৎকারেরপ্রেক্ষিতে কুমিল্লায়সেমিনারে মনিরুল হক চৌধুরী
নির্বাচনের বিকল্প নেই
জহির শান্ত
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০২.১১.২০২৫ ১:২৬ এএম |

নির্বাচনের বিকল্প নেই
বর্তমান পরিস্থিতে এ দেশে নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’।
নির্বাচনের বিকল্প নেই
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৫ বছর পরে তারেক রহমান বাংলায় যে সাক্ষাৎকার বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছে তা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। একজন সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিবিসি যে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছেন তিনি। তারেক রহমানের সাক্ষাৎকার প্রমাণ করে, তিনি বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত। গত একটি বছর যাবত তারেক রহমান যেভাবে সবাইকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমার রাজনৈতিক জীবনে এমন কোন নজির দেখিনি। এর একটিই কারণ, তিনি শুধু বিএনপির নেতা নয়, তিনি দেশনায়ক, রাষ্ট্রনায়ক। তারেক রহমানের এই উদ্যোগকে কেউ দুর্বলতা হিসেবে ব্যবহার করবেন না। বিএনপি দেশটাকে ভালোবাসে, শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম শুরু হয়েছিল - আমাদের সেই যুদ্ধ শেষ হয় নাই। গত বছরের ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে শেষ হয়নি; ভবিষ্যেেত সেটা সম্পন্ন করবেন তারেক জিয়া। বিএনপি কে দোষারোপ করে কোন লাভ নেই, বিএনপি যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত। নির্বাচনের বিকল্প এ দেশে হতে পারে না। নির্বাচন আদায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারেক জিয়ার আহ্বানে আমরা রাজপথে নামবো। তারেক রহমানের সাক্ষাৎকারের যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করবো।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা জেলা জজ আদালতের পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির। 
নির্বাচনের বিকল্প নেই
মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল
মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ডিন এবং সম্ভাবনাময় বাংলাদেমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচনের বিকল্প নেই
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
মহাসড়কে ঝটিকা মিছিল দেবিদ্বারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
নির্বাচনের বিকল্প নেই
গণভোট না হলে নির্বাচন অর্থহীন : জামায়াত আমির
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২