
কুমিল্লায় আলোচনা
সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। গতকাল
শনিবার (১ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে “সাম্য
ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায়
অফিসার মো: সালমান ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ
জোহরা, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ শরিফুল ইসলাম ভূঁঞা ।
বক্তারা
বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের
ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প
নেই।
পরে ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক
প্রদান করা হয়। এতে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির
প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দিবসটি
উপলক্ষ্যে জেলা কমিটির পক্ষ থেকে কুমিল্লা অফিস সদর উপজেলার পূর্বাশা
সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচন করায়
সমিতির পক্ষ থেকে সমবায় বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীসহ উপজেলা ও জেলা
কমিটির সকল কর্মকর্তাগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় পূর্বাশা
সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন
সমিতির সম্পাদক জহিরুল ইসলাম।
