
কুমিল্লার
লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাবুব মজুমদার
রকেট (৬৩) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাগমারা
দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লালমাই ও
সদর দক্ষিণ থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর ) সকালে তথ্যটি নিশ্চিত
করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, সদর
দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে
গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর
করা হয়।
গ্রেফতার হওয়া মাহাবুব মজুমদার রকেট উপজেলার পাইকপাড়া গ্রামের
মৃত হাজী হাসমত আলী মজুমদারের ছেলে। চব্বিশের ৫ আগস্টের আওয়ামী লীগের
নেতাকর্মীরা গাঢাকা দিলেও তিনি এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। সোশ্যাল
মিডিয়ায় দলের পক্ষে সবসময় লেখালেখি করেন।
