
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের
আলেখাচর বিশ্বরোড সংলগ্ন আমতলী সার্বজনীন কালীবাড়ি জায়গা বেদখলের প্রতিবাদে
এবং দখলমুক্ত করার দাবীতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১
নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান
ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ সংগঠন "ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা" এর
পক্ষ থেকে মানববন্ধন শেষে এ দাবী করা হয়।
ওই মানববন্ধনে বক্তব্য রাখেন-
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ
সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য
পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন
পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার ও
সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা
মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ
কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার কুন্ড ও কুমিল্লা
মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক রমিত রবিদাস প্রমুখ।
সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস লিটন।
ওই
মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের
মানুষ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোহাম্মদ
আয়েত আলী, মোঃ মমিন মিয়া ও মোঃ কুদ্দুস মিয়াসহ আরও অনেকে। এসময় উপস্থিত
ছিলেন আমতলী নিবাসী সুরেশ চন্দ্র শীল, হারাধন চন্দ্র শীল, আশু চন্দ্র শীল,
শ্যামল চন্দ্রশীল, অর্জুন চন্দ্র শীল, শান্তি চন্দ্রশীল, বাদল চন্দ্রশীল,
উত্তম চন্দ্র শীল, বাবুল চন্দ্র শীল ও শাপলু চন্দ্র শীলসহ দুই শতাধিক সনাতন
ধর্মাবলম্বী নরনারী।
